ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘করোনা’ আতঙ্কে হংকংয়ে শেয়ারদরে পতন

হংকংয়ের পর্যটন শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। চীনে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার আতঙ্কের কারণেই এই অস্থিরতা। এরই মধ্যে শেয়ারদরে পতন হয়েছে এ খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। অন্যদিকে মুডি’স শহরটির ঋণমান সূচক অবনয়নের সিদ্ধান্ত নিয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসার আস্থায়।

বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে উন্নতি, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি শিথিলের পরিপ্রেক্ষিতে গত ছয় সপ্তাহে হ্যাং-সেং সূচক ইতিবাচক ছিল। কিন্তু সার্স ভাইরাসের মতো ভাইরাসটির সংক্রমণের কারণে আশাবাদের মূলে দেখা দিয়েছে ভীতি। স্থানীয় শেয়ারবাজারে এর প্রভাব পড়ছে।

চীনের মূল ভূখণ্ড উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ। মঙ্গলবার পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে চার জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক শীর্ষ বিজ্ঞানী বলেন, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয় ভাইরাসটি। চীনের নববর্ষের ছুটির পর থেকে এই সংক্রমণ জনমনে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন