ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ৮২ দেশের বাণিজ্য ঘাটতি

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের সঙ্গে ৮২ দেশের বাণিজ্য ঘাটতি ছিল। আর্থিক হিসাবে এর পরিমাণ ১৫ হাজার ৪২১ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে চীন, ভারত, সিঙ্গাপুর, উগান্ডাসহ ৮২ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল। আর্থিক ভাবে যার পরিমাণ ১৫ হাজার ৪২১ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। এই ঘাটতি মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে নেপাল বাদে সার্কভুক্ত সব দেশের সঙ্গেই বাণিজ্য ঘাটতি আছে বাংলাদেশের। ২০১৮-১৯ অর্থবছরে সার্কভুক্ত দেশ গুলোর সাথে মোট পণ্য রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৪০৮ দশমিক ২৬ মিলিয়ন ডলার। তখন এসব দেশ থেকে আমদানির পরিমাণ ছিল ৮ হাজার ৩৯৬ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৬ হাজার ৯৮৮ দশমিক ৪৫ মিলিয়ন ডলার।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন