ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে এসেছে নতুন সিবি হর্নেট ১৬০আর

দেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল সিবি হর্নেট ১৬০আর এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। মোটরসাইকেলটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন আর নান্দনিক স্টাইলের সাথে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

বাজারে নতুন এই সিবি হরনেট ১৬০আর সিবিএস-এর খুচরা মূল্য ১,৮৯,০০০ টাকা ও সিবি হরনেট ১৬০আর এবিএস-এর খুচরা মূল্য ২,৫৫,০০০ টাকা।

মোটরসাইকেলটি ৪টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে নতুন সিবি হর্নেট ১৬০আর। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি পলিসি। ২ বছর অথবা ২০,০০০ কিঃমিঃ যেটা আগে সম্পূর্ণ হবে সেই অনুসারে পাওয়া যাবে ৪টি বিনামূল্যের পরিসেবা।

নতুন সিবি হর্নেট ১৬০আর দেশের সমস্ত হোন্ডা এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার্স শোরুমে পাওয়া যাচ্ছে। দেখতে ও বুক করতে ক্রেতারা কাছাকাছি যেকোনো শোরুম ঘুরে আসতে পারেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন