ঢাকা | সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লাড্ডু খেতে গিয়ে নিহত ৬, আহত ৫০

ভারতের উত্তরপ্রদেশের বাগপতে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাঁশের তৈরি মঞ্চ ভেঙে ছয় জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। মঞ্চটিতে অতিরিক্ত মানুষ ওঠায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) জৈন সম্প্রদায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে লাড্ডু বিতরণ করার ঘোষণা দেয়া হয়। স্থানীয়রা এই ঘোষণা শুনে লাড্ডু আনার জন্য ওই মঞ্চে ভিড় করলে এই দুর্ঘটনা ঘটে।

বাগপত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দুর্ঘটনার পরই অ্যাম্বুলেন্স এনে আহতদের চিকিৎসার জন্য হাতপাতালে নিয়ে যাওয়া হয়। যারা সামান্য আহত হয়েছেন তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আসমিতা লাল বলেন, গত ৩০ বছর ধরে স্থানীয় সম্প্রদায় ‘লাড্ডু মহোৎসব’ পালন করে আসছে। এবারও ওই অনুষ্ঠান পালন করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর জানার পরই কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে ছয় পুলিশ কর্মকর্তা রয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। এছাড়া তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়েছেন।

খবর এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন