ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক খাতের উন্নয়ন বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমঝোতা চুক্তি

দেশের তৈরী পোশাক খাতকে উন্নয়ন করতে সহায়তা করবে শ্রীলঙ্কা। রাজধানীর গুলশানে আজ সন্ধ্যায় তৈরী পোশাক ব্যবসায়িদের সংগঠন বিজিএমইএ এবং শ্রীলঙ্কার তৈরী পোশাক ব্যবসায়ীদের সংগঠন অ্যাপারেল অ্যাসোসিয়েশন ফোরামের মধ্যে এ সকল বিষয় নিয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ি, বাংলাদেশের তৈরী পোশাকের বাজার বাড়ানো, ক্রেতাদের সাথে সম্পর্ক, পণ্যের মানোন্নয়ন, উৎপাদনের কৌশলসহ প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়িরা।

দ্বিপাক্ষিক সহযোগীতার মাধ্যমে দুই দেশের মধ্যে রপ্তানি বৃদ্ধি করতে চায় তারা। এসময় শ্রীলঙ্কার ব্যবসায়িরাও তৈরী পোশাক খাতে বিনিয়োগে আগ্রহ দেখান।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন