ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী মেক্সিকো

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ।

আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার বলেন, চুক্তির লক্ষ্যে আলোচনা করতে চীনের বাণিজ্য প্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরই আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, চীনের সঙ্গে চুক্তিতে মুক্ত বাণিজ্যকেই প্রাধান্য দেওয়া হবে।

অপরদিকে মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী জেসুস সিডস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে নর্থ আমেরিকান বাণিজ্য চুক্তির চেষ্টা চলছে। গত বছরের শেষে যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি করে মেক্সিকো।

সংবাদটি শেয়ার করুন