ঢাকা | সোমবার
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে শীতার্তদের পাশে দেশমাতা ফাউন্ডেশন

নোয়াখালী সদর উপজেলার সকল ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সকল ওয়ার্ডের শীতার্তদের জন্য শীতবস্ত্র উপহার দিয়েছে দেশমাতা ফাউন্ডেশন। 

সোমবার (২০ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে নোয়াখালী প্রেসক্লাবে ইউনিয়ন ও পৌরসভা বিএনপির প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরণ, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল ও সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও কাজী মো. ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন