ঢাকা | সোমবার
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্র কাঠামো সংস্কার এবং জনসম্পৃক্ততার জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়নের উপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধামরাই ধুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই কর্মশালা । ধামরাই থানা বিএনপি এবং পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় বিএনপি নেতারা একটি সমৃদ্ধ বাংলাদেশ অর্জনের জন্য দলের ৩১ দফা বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তারা জোর দিয়ে বলেন যে, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে, এই দফা বাস্তবায়ন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নেতারা আরও বলেন যে, এই সংস্কার সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে এবং জাতির অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে, যা শেষ পর্যন্ত সাংবিধানিক পুনর্গঠনের মাধ্যমে দেশকে একটি অনন্য অবস্থানে উন্নীত করবে।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী সেলিমা রহমান। এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, ঢাকা জেলা যুবদলের প্রাক্তন সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল এবং ঢাকা জেলা ছাত্রদলের প্রাক্তন সংগঠক ইশতিয়াক আহমেদ ফারুক প্রমুখ।

৩১ দফা এজেন্ডা ছড়িয়ে দেওয়ার এবং জাতির অগ্রগতির জন্য ঐক্য গড়ে তোলার জন্য বিএনপি সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার জন্য জোরালো আহ্বান জানিয়ে কর্মশালাটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন