ঢাকা | শনিবার
১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ’ দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাটে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানের ব্যক্তিগত উদ্যোগে- দ্বিতীয় দফায় আরও ৫শ’ দরিদ্র ও অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় নিজ বাড়িতে অসহায় ও দরিদ্র শীতার্তদের হাতে তিনি এ সব কম্বল তুলে দেন।

এ সময় সেখানে জেলা মহিলা দলের সহ-সভাপতি মোছাম্মদ মৌসুমী আক্তার, পৌর এলাকার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, ১নম্বার ওয়ার্ড বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও জয়পুরহাট সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি কাজী আসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪জানুয়ারি জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান- ব্যক্তিগত উদ্যোগে শহরের নতুনহাটে ১হাজার ১শ’ দরিদ্র ও অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন