ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কম দামে মিলছে তুরস্ক ও কাশ্মীরের কার্পেট

ঘর সাজানোর জন্য কার্পেট ভারতীয় উপমহাদেশের পুরনো একটি ঐতিহ্য। তাই কম দামে তুরস্ক কিংবা কাশ্মীরের বিখ্যাত কার্পেট কিনতে চাইলে সহজ সমাধান হতে পারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

দিন দিন বাংলাদেশে এসব কার্পেটের চাহিদা বেড়েই চলছে। কিন্তু বছরের অন্যান্য সময় দেশে এসব কার্পেট তেমন পাওয়া যায় না। পেলেও তা কিনতে হয় আকাশ ছোঁয়া দাম দিয়ে।

এদিকে বিক্রেতারা অভিযোগ করছেন, রাজধানীতে অন্যান্য সময় কাষ্মীরি বলে সাধারণ মানের কার্পেট বিক্রি হচ্ছে দেদারছে। তবে মেলায় সবচেয়ে বেশি ভিড় তুর্কী কার্পেটের প্যাভিলিয়নে। বৈচিত্রময় এসব কার্পেটর দামেরও রকমফের আছে।

তুরস্কের এভারেস্ট রাগ প্রডাকশন প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে বাণিজ্যমেলায় নিয়মিত অংশ নিচ্ছে। বাণিজ্য মেলা শেষ হয়ে গেলেও, বাংলাদেশের কিছু অনলাইন শপ থেকে তুরস্কের এই প্রতিষ্ঠানের কার্পেট কেনা যাবে বলে জানায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন