‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘।- এ প্রতিপাদ্যে জয়পুরহাটে শুরু হওয়া- ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় গ্রুপের ফাইনালে জয়লাভ করে জেলার কালাই উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত- এ ফুটবল টুর্নামেন্টের বালক গ্রুপের ফাইনাল খেলায়- কালাই উপজেলা বালক ফুটবল দল ৪-০ গোলে পাঁচবিবি উপজেলা বালক ফুটবল দল কে এবং বালিকা গ্রুপের ফাইনাল খেলায়-কালাই উপজেলা বালিকা ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলে আক্কেলপুর উপজেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, এই প্রথম জয়পুরহাট জেলার মধ্যে কালাই উপজেলা একই স্কুলের বালক বালিকা চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করেছে এই জয়ের ধারাবাহিকতা আমরা আগামীতেও ধরে রাখবো।