ঢাকা | বুধবার
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের বার্ষিক ৯% মজুরি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

সরকারি গেজেট অনুযায়ী তৈরি পোশাক খাতের শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধির হার ৯ শতাংশে উন্নীত করা হয়েছে।

মূলত ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ যোগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে এবং চলতি জানুয়ারি মাসের বেতনের সঙ্গেই বাড়তি অংশ পরিশোধ করা হবে।

এর আগে শ্রমিকপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যুক্তিতে ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানায়, আর মালিকপক্ষ ৮ শতাংশ প্রস্তাব করে।

শেষ পর্যন্ত ত্রিপক্ষীয় আলোচনায় ৯ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দেওয়া হয়।

মালিকরা এ সিদ্ধান্ত চ্যালেঞ্জিং বলে উল্লেখ করলেও ত্রিপক্ষীয় চুক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছেন। নতুন কোনো মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই ৯ শতাংশ বৃদ্ধিই বলবৎ থাকবে।

সংবাদটি শেয়ার করুন