আগের বছরের তুলনায় চলতি বছর ৯ শতাংশ কমতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দাম। উত্তোলনে চাহিদার তুলনায় রেকর্ড প্রবৃদ্ধি দেশটিতে পণ্যটির দাম কমাতে প্রভাবক হিসেবে কাজ করবে।
এছাড়া দেশটির দক্ষতা বাড়ায় পণ্যটির উত্তোলন ব্যয় হ্রাস, তেলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে চাঙ্গা ভাব ও প্রধান গ্যাস খনি অঞ্চলগুলোয় পাইপলাইন ক্যাপাসিটি বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জ্বালানিটির দাম কমাতে ।
চলতি বছর আবাসিক ও বাণিজ্য খাতে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমতে পারে। জলবায়ু পরিবর্তনের জেরে শীতে ঘর উষ্ণ রাখা বা গ্রীষ্মে শীতাতপ নিয়ন্ত্রণের জন্য জ্বালানি চাহিদা কমতে পারে। তবে বিদ্যুৎ উৎপাদন খাতে আগের বছরের তুলনায় চলতি বছর পণ্যটির চাহিদা ১ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। দেশটি পরিবেশ ইস্যুকে কেন্দ্র করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে প্রাকৃতিক গ্যাসে ঝুঁকছে , যা এ খাতে জ্বালানিটির ব্যবহার বাড়িয়ে তুলছে।
আরও পড়ুনঃ ডিএসইতে সূচক পতনে চলছে লেনদেন
তবে ইআইএ ২০২১ সাল নাগাদ মূল্যবৃদ্ধির জেরে বিদ্যুৎ উৎপাদনে পণ্যটির ব্যবহার ৩ দশমিক ২ শতাংশ কমবে বলে পূর্বাভাস দিয়েছে । এ খাতে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে দখল বাড়বে নবায়নযোগ্য জ্বালানি যেমন বায়ু ও সৌরশক্তির। অপরদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার আগের বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বাড়বে, যা আগামী বছরেও অব্যাহত থাকতে পারে।
আনন্দবাজার/এইচ.এস.কে