সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি তহবিলের অর্ধেক বেসরকারি ব্যাংকে আমানত রাখার উদ্দেশে। ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিট এবং সরল সুদ কার্যকর করার নিমিত্তেই এই প্রজ্ঞাপন জারি। সরকারি তহবিল আমানত হিসাবে ৬ শতাংশ হারে বেসরকারি ব্যাংকে রাখা যাবে। অপরদিকে বাকি ৫০ শতাংশ সরকারি ব্যাংকে সাড়ে ৫ শতাংশ সুদে আমানত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
এক সুত্রে জানা যায়, সুদের হার কমাতে ব্যাংকগুলোকে দেওয়া সুবিধার অন্যতম এটি। যদিও একগুচ্ছ সুবিধা নিয়েও কথা রাখেনি ব্যাংকগুলো। বরং একের পর এক অজুহাত তুলে সময় নষ্ট করছে। কিন্তু সুবিধাগুলো ঠিকই ভোগ করে চলেছে।
আরও পরুনঃ একুশে বইমেলার উদ্বোধন ২ ফেব্রুয়ারি
এই ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের সুদহার বেঁধে দেওয়ার পর আমানতকারীদের সবাই যেন ঝুঁকে না পড়েন সরকারি ব্যাংকের দিকে , তা ঠেকাতে বেসরকারি মুনাফা বেশি থাকবে ব্যাংকে ডিপোজিটে । সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে যদি সুদ হার ৬ শতাংশ করা হয়, তাহলে সবাই সরকারি ব্যাংকে টাকা রাখবে। তাই সরকারি ব্যাংকে ডিপোজিটের সুদ হার হবে সাড়ে ৫ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে সুদ হার হবে ৬ শতাংশ। দুই জায়গায় ৬ শতাংশ হলে, বিভিন্ন কারণে সবাই চলে যাবে সরকারি ব্যাংকে। এজন্য আমরা এক্ষেত্রে আধা শতাংশ পার্থক্য রাখছি।
আনন্দবাজার/এইচ.এস.কে