আগেই তোরা ভালো ছিলি
ভালোই থাকার কথা
আম জনতা নিয়ে তোদের
ছিলো কি আর ব্যথা?
দেশের সম্পদ লুটে তোরা
গড়ছো জমিদারি
ভালোই তো সব তোমরা ছিলে
আমরা এসব পারি?
খুনে-গুমে ছিলো তোদের
মহারাজের রাজ্য
এসব কথা বললে ছিলো
জুলুম অনিবার্জ।
ঘুষের টাকায় ভরতো তোদের
হরেক রকম পাত।
আমাদের তো চাওয়াই ছিলো
দু’টো ডাল আর ভাত।
মানুষ খুনের রক্তে ছিলো
তোদের রাঙা হাত।
সব জেনেও হাসতি তোরা
ক্যালকেলিয়ে দাঁত।
আয়না ঘরের জনক তোরা
কতো কী সব জানি
তোরাই তো সব ভালোই ছিলে
আমরাও তা মানি।
(১৮ ডিসেম্বর ২০২৪)