জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের পাঁচ দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের ক্রীড়াঙ্গনে (কলেজ গ্রাউন্ড) কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩টি হাউসের ১৫০ জন প্রতিযোগী ক্যাডেট মোট ২৫ টি ইভেন্টে অংশগ্রহণ- (প্রতিদ্বন্দ্বিতা) করছে।
উল্লেখ্য, আগামী ২৩ডিসেম্বর সমাপনী দিবসে এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা – এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।