সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা যুক্ত হচ্ছে ফরাসি ফ্যাশন হাউজ ও বিলাসবহুল পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান লুই ভুটনের গয়না সামগ্রীতে। গত বছর এক হাজার ৭৫৮ ক্যারেটের সোয়েলো হীরাটি পায় হীরা অনুসন্ধান কোম্পানি লুকারা ডায়মন্ড করপোরেশন। তারা বতসোয়ানায় তাদের খনিতে এই হীরাটি পায়।
এই ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা লুইস ভুইটন এবং অ্যান্টওয়ার্প হীরা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এইচবির সাথে একটি চুক্তি করেছে। আর সেই চুক্তি অনুযায়ী হীরাটিকে পালিশ করা হবে। কিন্তু পালিশের পর হীরাটির মূল্য কত হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। তবে চুক্তি অনুযায়ী লুকারা অবস্তুগত ফির একাংশ পাবে ও পালিশকৃত হীরার ৫০ শতাংশের মালিক হবে।
আরও পরুনঃ ভরা মৌসুমে বাড়ছে চালের দাম
তবে সোয়েলো এমন ধরনের হীরা নয়, যা থেকে গয়নায় ব্যবহারযোগ্য উচ্চমানের রত্ন পাওয়া যাবে। বতসোয়ানার সোয়ানা ভাষা অনুযায়ী সোয়েলো অর্থ বিরল বস্তু। এই নামের হীরাটি মোটা দাগে একটি টেনিস বলের সমান।
আনন্দবাজার/এইচএসকে