ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি ভাষায় মূল্যমান লেখা নোট রুপি

আকার কিংবা আকৃতির দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক নোটের মধ্যে অনেক মিল পাওয়া যায়। সব দেশের ব্যাংক নোটে সাধারণত একটি বা দুটি ভাষাতেই নোটের মূল্যমানের উল্লেখ থাকে। তবে এর ব্যাতিক্রম ভারত, ভারতের ব্যাংক নোটগুলোতে মূল্যমান উল্লেখ করা থাকে ১৭টি ভাষায়।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র ওয়েবসাইট অনুযায়ী, দেশটির ব্যাংক নোটগুলোতে মূল্যমান উল্লেখ করতে নোটের গায়ে ১৫ ভাষায় লেখা একটি প্যানেল থাকে। এর বাইরে রাষ্ট্রভাষা হিন্দি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে আলাদা করে মূল্যমান দেয়া থাকে।

১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে প্রায় শতাধিক ভাষার প্রচলন রয়েছে। তবে দেশটির সংবিধানে মাত্র ২২টি তফসিলি ভাষার (শিডিউলড ল্যাঙ্গুয়েজেজ) উল্লেখ রয়েছে। তফসিলি সেই ২২টি ভাষার মধ্যে ১৫টি ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী ব্যাংক নোটে লেখা হয়। ভাষাগুলো হলো অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কঙ্কানি, মালয়ালম, মারাঠি, নেপালি, ওডিশা, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু ও উর্দু।

২০১৮ সালের জুনে টাইমস অব ইন্ডিয়ায় ভারতের আদমশুমারি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ৪৪ শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি। এরপরেই রয়েছে বাংলা ভাষা (৮.৩%)। এরপর পর্যায়ক্রমে রয়েছে মারাঠি (৭.০৯%), তেলেগু (৬.৯৩%)।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন