নাটোরে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা দাম বেড়েছে চিকন চালের। ধানের মজুদ আর শীতের কারণেই চালের এই মূল্য বৃদ্ধি। নাটোর শহরের বাজার গুলোতে চিকন চালের দাম রাখা হচ্ছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেশি।
ব্যবসায়ী ও মিল মালিকরা জানান, ধানের আমদানির কারণে দাম বেশি। অন্যদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। জমি বর্গা ও লোন নিয়ে ধানের চাষ করে আশানুরুপ ফলন না পাওয়ার হতাশ কৃষকরা।
কিন্তু চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ী নেতারা বলেন, ধানের সঠিক দাম চান কৃষকরা তবে সরকার কৃষকের কাছ থেকে ধান বেশি ক্রয় করে বলেই চালের দাম বেশি।
আনন্দবাজার/এস.কে