নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মামুদপুর অবকাশ ভবনে পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির সভা অনুষ্ঠিত হয়। মো. রাজা মিয়ার সভাপতিত্বে সভায় ৭২ জন সদস্য উপস্থিত ছিলেন।
১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো. এনামুল হক চৌধুরী ও ৩৫ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি মো. রাজা মিয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২১ সালে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সোসাইটির ভৌগোলিক সীমানা নির্ধারণ করা হয়। উত্তরে-সাধু মাতবর রোডের সংলগ্ন উত্তর পার্শ্বে সকল বসত বাড়ি, দক্ষিনে-নীড়ধারা। অন্যদিকে আবাসিক এলাকা, পশ্চিমে-সাইনবোর্ড নারায়ণগঞ্জ লিংক রোড, পূর্বে-তাজউদ্দিন মার্কেটের পশ্চিমপাশ পর্যন্ত। সোসাইটির মেয়াদ কাল ৩ বছর নির্ধারণ করা হয়েছে।
এদিকে ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির অস্থায়ী কার্যালয় ৪, মামুদপুর (অবকাশ) ভবনে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।