ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে সরকারের ব্যাংক ঋণ, কমছে রাজস্ব

সরকারের ব্যাংক ঋণ বাড়ছে, অন্য দিকে কমছে রাজস্ব আদায়। রাজস্ব আদায় কমে যাওয়ার কারণে সরকার পুরো অর্থবছরের জন্য ব্যাংক খাত থেকে যে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু মাত্র ছয় মাস না পেরতেই নির্ধারণ লক্ষ্যমাত্রা চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলেছে। অন্য দিকে গত পাঁচ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ২৮ হাজার কোটি টাকার বেশি। ফলে ঘাটতি মেটাতে সরকারকে অনেকটা নিরুপায় হয়ে ব্যাংকিং খাতের দিকে বেশি ‘হাত পাততে’ হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে যে তথ্য দেওয়া সে অনুযায়ী, বাজেটে চলতি ২০১৯-২০ অর্থবছরে সরকারের ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ব্যাংক খাত থেকে ৪৮ হাজার ১৫ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেওয়া হয়ে গেছে। এই হিসাবে অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে একহাজার ৭৩৭ কোটি ৪০ লাখ টাকা  ঋণ নেওয়া হয়েছে। যা গত বছর একই সময়ের তুলনায় ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি। প্রতি মাসে সরকারের ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৮ হাজার কোটি টাকা। প্রতিদিন হিসেবে তা ৫৩ কোটি টাকার কিছু বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, গত অর্থবছরে জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে সরকার ব্যাংকিং খাত থেকে ৪৪ হাজার ৬২০ কেটি ৪৪ লাখ টাকা ঋণ নিয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে একই সময়ে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ ছিল তিন হাজার ৩৯৫ কোটি ৩৭ লাখ টাকা। যা বেড়ে হয়েছে ৪৮ হাজার ১৫ কোটি ৮১ লাখ টাকা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন