ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তবুও মায়ানমারের পাশে চীন

রোহিঙ্গাদের নিপীড়ন ও দেশত্যাগে বাধ্য করার ঘটনায় মায়ানমারের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। কিছুদিন আগে জাতিসংঘে মায়ানমারের বিরুদ্ধে মামলাও করে গাম্বিয়া। এতকিছুর পরেও মায়ানমারের পক্ষ ত্যাগ করেনি চীন। তার প্রমাণস্বরুপ মায়ানমারের সাথে ডজনখানেক বাণিজ্যচুক্তি করেছে দেশটি। গত শনিবার মায়ানমারের সামরিক প্রধানের সাথে একটি বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

বিস্তারিত জানা না গেলেও দুইপক্ষ ১.৩ বিলিয়ন ডলারের গভীর সমুদ্রবন্দর এবং অর্থনৈতিক অঞ্চলসহ ৩৩ টি সম্মতিপত্রে স্বাক্ষর করে বলে জানা গেছে। এর সাথে রেঙ্গুনে “নতুন উন্নত শহুর” গড়ে তোলা ও রেল সংযোগের সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রকল্পও রয়েছে।  চুক্তি স্বাক্ষরের সময় অং সান সু চিও উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগে বিশ্বব্যাপী মায়ানমারের বিরুদ্ধে জনমত গড়ে উঠে। তবে চীন সবসময় মায়ানমারের পাশে থেকেছে। চীন মায়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ রয়েছে।

সূত্র – এএফপি

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন