বেশীরভাগ মানুষই কম বেশি চা পান করে থাকেন। কিন্তু অনেকই জানেন না চা পানের উপকারিতা। একজন মানুষ নিয়মিত চা পান করলে কমে হৃদরোগের ঝুঁকি। এমনটাই দাবি করছেন চীনা গবেষকরা।
চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্স’ এবং ‘পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজের এপিডেমিওলজি’ বিভাগের অধ্যাপক ও গবেষণার প্রধান গবেষক ডা. জিনইয়ান ওয়াং টানা সাত বছর তিন মাস ধরে এ গবেষণা চালানোর পর তিনি এই তথ্য দেন।
১ লাখ ৯০২ অংশগ্রহণকারীর ওপর তিনি এই গবেষণা চালান। এরা সবাই হার্টঅ্যাটাক, স্ট্রোক অথবা ক্যান্সারের রোগী ছিলেন। গবেষণায় অংশ নেয়াদের দুই ভাগে বিভক্ত করা হয়। চা পানে অভ্যস্ত (সপ্তাহে অন্তত তিন কাপ বা তার বেশি) এবং কখনই করেন না বা মাঝে মাঝে চা পান করেন (সপ্তাহে তিন কাপের কম) এমন।
আরও পরুনঃ বাঁধাকপির মাধ্যমে ব্রেনে ঢুকছে কৃমি
গবেষণার পর তারা দেখতে পান যারা চা পান করতেন না, তাদের তুলনায় চা পানে অভ্যস্ত ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমেছে ৫৬ শতাংশ। সাধারণ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে ৩৯ শতাংশ। আর মৃত্যু ঘটাতে পারে এমন রোগের সম্ভাবনা ২৯ শতাংশ কমে যায়।
আনন্দবাজার/এইচ.এস.কে