ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়ভার নিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফিরে আসার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে  তাঁর দেশে ফেরা স্থগিত রাখা হয়েছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাঁর কেমোথেরাপি দেওয়া বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি তাঁর চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সিঙ্গাপুর দূতাবাসকে তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন।

আরও পরুনঃমুক্তি পেতে যাচ্ছে স্পর্শিয়ার কাঠবিড়ালী

জানা গেছে, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে এবং ইতোমধ্যে তাঁর ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

 

সংবাদটি শেয়ার করুন