ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জবির ১১ হলে সম্পর্কে জানেন না ঢাকা জেলার ডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ টি হলে সম্পর্কে অবগত না ঢাকা জেলার ডিসি তানভীর আহমেদ। বুধবার দৈনিক আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল এবং আরমানিটোলার আব্দুর রহমান হল হল সম্পর্কে জেনেছি এবং এই হল দুটি উদ্ধারের বিষয় কর্মতৎপরতা শুর হয়েছে। আরমানিটোলা হল উদ্ধারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়ছে কিন্তু তিব্বত হলের বিষয়ে কিছু আইনি জটিলতা রয়েছে তাই খুব দ্রুত তিব্বত হল উদ্ধার সম্ভব না।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য দ্রুত নতুন ক্যাম্পাস নির্মান প্রয়োজন৷

তিনি এ সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো বিভিন্ন সমস্যা ও পুরান ঢাকার বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে জবি সংস্কার আন্দোলনের প্রতিনিধি নৌশিন জানান,আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগের পর জেলা প্রশাসকের সাথে আলোচনার সময় হল সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছি এবং আরমানিটোলার আব্দুর রহমান হল উদ্ধারের জন্য জেলা প্রশাসন সাত দিনের নোটিশ ও দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন