ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারের সেরা অল্প বাজেটের স্মার্টফোন

স্মার্টফোন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। স্মার্টফোন ছাড়া এই সময়ে চলাচল করা একেবারেই অসম্ভব। কারো সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, হিসাব করা, ছবি তোলা, মেইল পাঠানো, বিনোদন, গেইম খেলা সহ নানাবিধ কাজে আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি।

আর স্মার্টফোনের এই সেবাকে আরো সহজলভ্য করতে অনেক কোম্পানিই বাজারে এনেছে অল্প বাজেটের স্মার্টফোন। চলুন অল্প বাজেটের সেরা ৫টি স্মার্টফোন সম্পর্কে জেনে নেয়া যাক,

১। দাম নাগালের মধ্যে রেখে উন্নত প্রযুক্তির বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন এলজির এলজি অ্যারিস্টো ২। ৪,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্জের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট, অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং ২,৪১০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি   টাকা।

২। সিম্ফনি ভি ১০৫ অন্যতম সেরা একটি স্মার্টফোন। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ এর গো এডিশন। ৫ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লের সাথে এতে আছে শক্তিশালী ডুয়েল ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি রম। এছাড়া থাছে ২২০০ এমএইচের শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি। সিম্ফনি ভি ১০৫ ফোনটির মূল্য মাত্র ৪,১০৫ টাকা।

৩। নান্দনিক ডিজাইনের প্রিমো এফ ৯ ফোনটিতে রয়েছে আধুনিক সব বৈশিষ্ট্য। এতে রয়েছে উন্নতমানের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিশন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১ জিবির ডিডিআরথ্রি র‌্যাম ও ১৬ জিবি রম। এতে আরও রয়েছে ২,৫০০ এমএইচের শক্তিশালী লি-অন ব্যাটারি এবং ৫.৪৫ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে। এর সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়ালটন প্রিমো এফ ৯ বর্তমান বাজার মূল্য ৪,৯৯৯ টাকা।

৪। লো বাজেটের অরেকটি ফোন ম্যাক্সিমাস পি৭ প্লাস। ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটির পেছনে এবং সামনে রয়েছে উন্নত প্রযুক্তির ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এতে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েডের ৮.১ ওরিও গো অপারেটিং সিস্টেমের সাথে মিডিয়াটেকের শক্তিশালী চিপসেট। ফোনটিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি রম। ম্যাক্সিমাস পি৭ প্লাস ফোনের দাম ৪,৯০০ টাকা।

৫। মাইক্রোম্যাক্স বোল্ট কিউ ৩৮১ ফোনটিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি রম। এতে থাকছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা, ওয়াই-ফাই, ব্লুটুথ ও গ্রাভিটি সেন্সরসহ প্রায় সকল ফিচার। এই ফোনের পেছনে ৫ মেগাপিক্সেল এবং সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি ২০০০ এমএএইচ। মাইক্রোম্যাক্স বোল্ট কিউ ৩৮১ ফোনের মূল্য ৪,৮৯০ টাকা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন