ঢাকা | বুধবার
৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন নার্সারী মালিকরা

নীলফামারী জেলায় ফুলের চারা বিক্রি করে লাভের দেখা পাওয়ায় বেশ খুশি নার্সারী মালিকরা। এ অঞ্চলের বিভিন্ন নার্সারীতে সরজমিনে ঘুরে দেখা যায় শীত মৌসুমের বিভিন্ন ধরনের ফুলের চারা বিক্রি হচ্ছে।

এর মাঝে লাল গোলাপ, সাদা গোলাপ, ডালিয়া, সূর্যমুখী, গ্লাডিলাস, দেশি গাদা, চন্দ্রমল্লিকা, কসমস, সিলভিয়া, ক্যালেন্ডুলা, রক্ত গাদা ফুল রয়েছে। পরিচর্যা এবং চারা বিক্রিতে ব্যস্ত সময় পাড় করছে এখানকার নার্সারী মালিকরা। তারা জানান শীত বাড়ার সাথে সাথে এসব ফুলের চারার কদর বাড়ছে।

জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক বলেন, জেলায় সরকারি, বেসরকারি মিলে ১১৬টি নার্সারী আছে। এসব নার্সারীতে বিভিন্ন ফুলের চারাসহ ফলদ, বনজ ও ঔষধি চারা উৎপাদন করা হচ্ছে। অন্যান্য চারার পাশাপাশি ফুলের চারা বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন