ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রাংকফুর্টে অংশ নেবে বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান

আগামী ৭-১১ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী অ্যামবিয়েন্ট। এবারের অ্যামবিয়েন্টে অংশ নেবে বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান।

প্রদর্শনীর আয়োজক মেসে ফ্রাংকফুর্ট জানান, প্রদর্শনীতে প্রদর্শিত হবে রান্নাঘর ও খাবার ঘরের সামগ্রী ছাড়াও ঘরের নানা উপকরণ, উপহার সামগ্রী এবং ঘর সাজানোর সরঞ্জাম। প্রদর্শিত পণ্যের মধ্যে আরও থাকবে ইন্টেরিওর ডিজাইন কনসেপ্ট এবং ফার্নিশিংয়ের নানা উপকরণও।

জানা যায়, এবারের অ্যামবিয়েন্টে বাংলাদেশের মোট ৩৪টি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করবে। রফতানি উন্নয়ন ব্যুরোর আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারাগন সিরামিক, শাইন পুকুর, পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, ফার সিরামিকস, সান ট্রেড, আরএফএল প্লাস্টিকস, সৈয়দপুর এন্টারপ্রাইজ, আর্টিসান হাউজ, এসিক্স বিডি, অরণ্য ক্রাফটস।

এছাড়া বাংলাদেশ টানা তিন দশকের বেশি সময় ধরে অ্যামবিয়েন্ট প্রদর্শনীতে অংশ নিচ্ছে। দক্ষিন এশিয়ায় ভারতের পর বাংলাদেশই হলো এ প্রদর্শনীতে অংশ নেয়া সবচেয়ে বড় রফতানিকারক দেশ, যাদের পণ্য তালিকা অনেক বিস্তৃত।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন