পাইকারী বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর ভোগ্যপণ্যের দাম বাড়ায় বিপাকে সাধারন মানুষ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, আদা, রসুন সহ বেশ কিছু পণ্যের দাম ১০-১৫ টাকা বেড়ে গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) নগরের কয়েকটি বাজার সরজমিনে ঘুড়ে দেখা গেছে, প্রতি কেজি মিনিকেট চাল ৪৮-৫৪ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৮-৪৪ টাকা, মোটা চাল ৩২-৩৫ টাকা, নাজিরশাইল ৪৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে মিনিকেট চালের দাম ছিল ৪৫-৪৮ টাকা এবং মাঝারি বিআর-২৮ চাল ৩৫-৪০ টাকা।
খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ গত সপ্তাহে ছিল ৯০ টাকা। পাম তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা। চিনি কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫-৭২ টাকা। মসুর ডাল ১০ টাকা বেড়ে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া ছোট পেঁয়াজ ১০০ টাকা, বড় পেঁয়াজ ৮০ টাকা, চীনা রসুন ১৫০ টাকা, দেশি রসুন ২০০ টাকা, আদা ১২০-১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি