সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কন্ট্রাইভার আইটি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সহায়তার এ অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফান্ডে প্রদান করবে।
রোববার (২৫ আগস্ট) কন্ট্রাইভার আইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কন্ট্রাইভার আইটি একটি সহায়তা ফান্ড সকলের জন্য উন্মুক্ত করেছে। একইসাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একদিনের বেতন দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সংগৃহীত ফান্ড ও একদিনের বেতনের অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফান্ডে প্রদান করা হবে।