ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যৌথভাবে মোটরসাইকেল আনবে বাজাজ ও ট্রায়াম্ফ

অনেক জল্পনা কল্পনা শেষে যৌথভাবে মোটরসাইকেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি বাজাজ অটো লিমিটেডে এবং ব্রিটিশ ব্র্যান্ড ট্রায়াম্ফ মোটরসাইকেলস লিমিটেড। চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে এই দুটি কোম্পানীর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে যৌথভাবে মোটরসাইকেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছিল বাজাজ-ট্রায়াম্প। কিন্তু কোম্পানী দুটির বিভিন্ন অসুবিধার কারণে এতদিন আটকে ছিল এই প্রক্রিয়া। অবশেষে আগামী ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির ঘোষণা আসবে বলে জানা গেছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন