ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কোটালীপাড়ায় কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ ও দলীয় সভানেত্রীকে দেশে ফিরিয়ে আনতে তার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রায় ৩ঘন্টাব্যপী আয়োজিত মহাসমাবেশে প্রায় লাখো মানুষের সমাগম ঘটে।

সমাবেশে জেলা আওয়ামীলীগ- যুবলীগ- ছাত্রলীগ- মহিলা আওয়ামীলীগছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্ততা ঘোষনা করেন।

কোটালীপাড়া উপজেলার প্রত্যকটি গ্রাম, পাড়া ও মহল্লাহ থেকে লাখো নারী পুরুষ কাফনের কাপড় মাথায় বেধে দলে দলে সমাবেশে যোগদান করেন।

এরআগে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে সমবেত হয়।

সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মতিউর রহমান হাজরা, সাবেক পৌর মেয়র মো, কামাল হোসেন শেখ সাবেক মেয়র এইচএম অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল করীম দিপু ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবুল হাজরা, যুবলীগ নেতা নজরুল ইসলাম মুন্নু, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন, চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, জামিল শেখ ও সাজ্জাদ সুমনছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। এক সময় সমাবেশ মহাসমাবেশে উপনিত হয়।

পরে, কাফনের কাপড় মাথায় বেধে দলীয় নেতাকর্মিদের শপথবাক্য পাঠ করান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন ।

শপথে বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা না আসবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন