ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে আফগান সীমান্তে সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৪৩

পাকিস্তানে আফগান সীমান্তে সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৪৩

পাকিস্তানের আফগান সীমান্তে কুররাম জেলায় সুন্নিপন্থি মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালি খেল উপজাতি গোষ্ঠীর মধ্যে হামলায় এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭৭ জন। ভূমি নিয়েই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত।

বুধবার (২৪ জুলাই) তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কয়েক দশ ধরে এই দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। পুলিশ কর্মকর্তা মুর্তজা হুসেইন বলেন, দীর্ঘ ছয় দিন ধরে সংঘাত চলছে। এতে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সরকার এবং স্থানীয় নেতারা জিরগার (উপজাতি পরিষদ) মাধ্যমে লড়াই বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু তা এখনও সফল হয়নি।

পাকিস্তানে এ ধরনের সহিংসতার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কুররাম জেলার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাও জানিয়েছেন যে, সেখানে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭৭ জন আহত হয়েছেন। এই কর্মকর্তা জানান, সংঘাত সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, পরিচায় গোপনের শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সংঘাতে উভয় পক্ষকেই স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার ব্যবহার করতে দেখা গেছে। সেখানে এখনও ছোট-বড় অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। গোলাগুলি অব্যহত থাকায় প্রধান সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন