ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ কোটি ক্লাবে অজয়ের তানহাজি

বলিউডের বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে অজয় দেবগণ, কাজল ও সাইফ আলী খান অভিনীত সিনেমা ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিওর’। গত ১০ জানুয়ারি (শুক্রবার)মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পরদিনই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন ‘তানাজি’-ই হতে চলেছে ২০২০ সালের প্রথম ১০০ কোটির ছবি। এবং তার কথার কোনো খেলাপ হয়নি।

মুক্তির ৬ দিনের মধ্যেই ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘তানাজি’। দর্শকের সাড়া পাওয়া যাচ্ছে মারাঠি ইতিহাসনির্ভর সিনেমাটিতে। তবে সিনেমায় প্রধান চরিত্রে অজয় দেবগণ থাকলেও দর্শকের প্রশংসায় এগিয়ে রয়েছেন সাইফ।

আরও পড়ুন: মুক্তি পেয়েছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’ ছবির ফার্স্টলুক

‘বক্স অফিস ইন্ডিয়া’-র রিপোর্ট অনুযায়ী প্রথম ৩ দিনেই ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিওর’ এর আয় ৬১.৯৩ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ছয় দিনেই ১০০ কোটি রুপির বেশি আয়ে করেছে ‘তানাজি’।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন