ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শিল্প মালিকেরা শ্রমিকদের প্রতি উদাসীন

পোশাক শিল্প মালিকরা নিজেদের স্বার্থ ভাল বুঝলেও উদাসীন শ্রমিকদের বেলায়। সরকারের কাছ থেকে নিজেদের সুযোগ সুবিধা আদায় করলেও শ্রমিকদের বেলায় নেই কোন তোরজোড়। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ইসরাফিল আলম।

ঢাকার ডেইলি স্টার ভবনে গত বুধবার (১৫ জানুয়ারি) শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিয়ে সেমিনারে তিনি এ কথা বলেন। বিদেশি ক্রেতাদের চাপে নিরাপদ কর্ম পরিবেশ উন্নয়ন  কাজ এখনও পুরোপুরি হয়নি।

আরও পরুনঃ চলতি বছরে রপ্তানি কমে যাওয়ায় বন্ধ ৬৯ গার্মেন্টস

ইসরাফিল আলম বলেন, জীবন যাত্রার ব্যয় বাড়ায় সাথে পাল্লা দিয়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নে মজুরি পর্যাপ্ত নয়। এমনকি তাদেরকে কোন নিয়োগপত্র দেয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়াও তিনি কলকারখানা পরিদর্শক অধিদপ্তরকে পোশাক শিল্পের কারখানায় অযথা হয়রানি না করে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আনন্দবাজার/এইচ.এস.কে 

 

সংবাদটি শেয়ার করুন