রাশিয়ার পুরো সরকারের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনকে মনোনীত প্রেসিডেন্ট পুতিন। তবে তাঁর এই সিদ্ধান্তকে বিবেচনা করে দেখবে দেশটির পার্লামেন্ট।
আরও পড়ুন: রাশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করলেন পুতিন
রাশিয়ায় সাংবিধানিক সংস্কারের জন্য পুরো সরকার পদত্যাগ করেছে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন পুতিন। রাশিয়ার পার্লামেন্ট ডুমা পুতিনের প্রতি সবসময়ই অনুগত। তবে পুতিনের এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছেন দেশটির আইনপ্রণেতারা।
সূত্র – এএফপি
আনন্দবাজার/জায়েদ