ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবির ২০টি পরিবার পেল  ২০টি সেমিপাকা একক নতুন ঘর

পাঁচবিবির ২০টি পরিবার পেল  ২০টি সেমিপাকা একক নতুন ঘর

পাঁচবিবি উপজেলার ধরনজী ইউনিয়নের রতনপুর আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ সিআইসিট ব্যারাকে একসাথে বসবাসরত, ২০টি পরিবারকে – ‘ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম’ এর আওতায় মঙ্গলবার ২০টি সেমিপাকা একক গৃহ (ঘর) ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে- উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) বেলায়ত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২২ মার্চ- চতুর্থ পর্যায়ে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে- ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন