ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীনে গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার (২৫ মে) স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ রাজনৈতিক সফরে চীন গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি-অনার্স ও এমএস শেষ করেন। রাজনৈতিক জীবনে তিনি ঢাবির ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুয়েল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজশাহী বিভাগের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খুলনা এবং রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং নির্বাচনকালীন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গসহ দেশের প্রায় সব জেলা-উপজেলায় দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্র ও শেখ হাসিনার মুক্তি আন্দোলনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে ডিটেনশনে এক বছর কারাগারে ছিলেন।

খায়রুল হাসান জুয়েল স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হওয়ায় সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের অসংখ্য সাবেক নেতৃবৃন্দ আনন্দে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন