ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে অ্যামাজনের ৮ হাজার কোটি বিনিয়োগ

বিশ্বের প্রধান ই-কমার্স কোম্পানি অ্যামাজন এক বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। ভারতের শিল্পকে ডিজিটাল বানাতেই তাদের এই ঘোষণা।

গত বুধবার অ্যামাজনের প্রধান জেফ বেজোস একটি অনুস্থানে অংশ নিয়ে এই ঘোষণা দেন এবং তিনি বলেন, তার কোম্পানি ২০২৫ পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের মেক ইন ইন্ডিয়ার উৎপাদিত দ্রব্য আমদানি করবে । ২১ শতাব্দীতে ভারত ও আমেরিকার বন্ধুত্ব সব থেকে গুরুত্বপূর্ণ হবে।

তিনি এই সপ্তাহে ভারতে থেকে সরকারি শীর্ষ  কর্মকর্তা, শিল্পপতি ও এসএমবি শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ২০১৯ সালের বিশ্বসেরা ধনীর তালিকা প্রকাশ করেন ফোর্বস। সেই তালিকায় এখন তিনি শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

সংবাদটি শেয়ার করুন