ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চলমান তাপপ্রবাহ নিয়ে নতুন খবর দিলো আবহাওয়া অফিস

চলমান তাপপ্রবাহ নিয়ে নতুন খবর দিলো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

এ আবহাওয়াবিদ জানান, আগামীকাল শুক্রবার (১৭ মে) তাপমাত্রা বাড়তে পারে। আর ১৮ মে থেকে তাপমাত্রা কমতে থাকবে।

এ ছাড়া ২২-২৩ মে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখা গেছে, ২১ তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। তবে ঘূর্ণিঝড় হলে কোথায় আঘাত হানতে পারে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এটির গতিপ্রকৃতি এখনো স্পষ্ট নয়। লঘুচাপ সৃষ্টির পর বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন