ভারতের বাসমতী চালের অন্যতম শীর্ষ বাজার হচে্ছ ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে দেশটির ভূ-রাজনৈতিক সংকট আরো জোরদার হয়েছে। ফলে ইরানের বাজারে পণ্যটির রফতানি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশটিতে খাদ্যপণ্যটির রফতানি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এআইআরইএ)।
গত অর্থবছরে (এপ্রিল-মার্চ) আন্তর্জাতিক বাজারে বাসমতী চাল রফতানি করে ভারত মোট ৩২ হাজার ৮০০ কোটি রুপি আয় করেছিল। এর মধ্যে ১০ হাজার ৮০০ কোটি রুপি এসেছিল শুধু মাত্র ইরান থেকে।
অপরদিকে ইরানে রফতানি বন্ধ হয়ে গেলে অতিরিক্ত বাসমতী চাল নিয়ে বেশ বিপাকে পড়তে পারে ভারত। উদ্বৃত্ত চালের জেরে মজুদ বাড়বে। এতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বেড়ে পণ্যটির দাম কমে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) ভারত মোট ২৩ লাখ ৯৪ হাজার টন বাসমতী চাল রফতানি করেছে, যার বাজার মূল্য ১৭ হাজার ৭০০ কোটি রুপি।িইতিমধ্যে ৪ হাজার ৫০০ কোটি রুপি সমমূল্যের বাসমতী চাল রফতানি হয়েছে ইরানে।
আনন্দবাজার/এফআইবি