পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কৃষকের বাড়িতে এক বোঁটায় ২৫ টি লাউ ধরেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই লাউ দেখার জন্য প্রতিদিনই আশপাশের এলাকা থেকে ওই বাড়িতে ছুটে যাচ্ছে শত শত উৎসুক জনতা।
বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের তসলিম হাওলাদারের লাউ গাছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছের বোঁটায় আমের মতো ঝুলে আছে লাউগুলো। এখানে আনুমানিক আধা কেজি, ১ কেজি ও ২ কেজি ওজনের লাউ রয়েছে। এর মধ্যে কয়েকটিতে পচন ধরেছে, তবে বাকি লাউগুলো পরিপক্ক ও খাওয়ার উপযুক্ত হয়েছে। নতুন করে আরও কিছু ফুল আসছে ওই গাছে।
লাউ দেখতে আসা একাধিক উৎসুক ব্যক্তি বলেন, আমরা শুনেছি একটি লাউ বোটায় অনেকগুলো লাউ ধরেছে। এ নিয়ে রাস্তাঘাটে ও বাজারে আলোচনা হয় প্রতিদিন। তাই আমরা স্বচক্ষে দেখতে এসেছি। দেখে খুবই অবাক হয়েছি। আমাদের জীবনে এরকম ঘটনা এই প্রথম দেখলাম!
লাউ গাছের মালিক তসলিম বলেন, স্থানীয় সুবিদখালী বাজার থেকে লাউয়ের চারা কিনে গাছটি নিজ হাতে বাড়ির আঙিনায় লাগিয়ে ছিলাম। শুরুতে স্বাভাবিকভাবেই লাউ ধরেছে। সেগুলো থেকে কয়েকটি লাউ খেয়েছি। কিছুদিন আগে হঠাৎ করে দেখি একটি বোঁটায় অনেকগুলো লাউ। গত কয়েকদিনে এগুলো বড় হয়েছে। তা থেকে কিছু লাউ ঝড়ে পড়ে গেছে। এখনও ওই বোঁটায় ২৫টি লাউ রয়েছে। গত এক সপ্তাহ থেকে বিভিন্ন গ্রামের মানুষ এসব লাউ দেখতে আসছেন।
মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবদুল্লা আল মামুন বলেন, এটি এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমনটা হয় না। অস্বাভাবিক হরমোনের কারণে এমনটি হয়েছে। কোনো কারণে যদি কোনো গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয়; সেক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এছাড়া জিন মিউটেশনের কারণেও এটি হতে পারে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা!