ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রসারে মেলা করবে বিসিক

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিপরীতে বড় পরিসরে মেলা আয়োজন করার উদ্যোগ নিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ‘শতবার্ষিকী’ ও ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে আগামী এপ্রিলে এই মেলার আয়োজন করা হবে। আগামী এপ্রিলে ১৫ দিনব্যাপী মেলা চলবে। এতে ৫০০ স্টল স্থান পাবে।

উল্লেখ্য, বিসিক মেলায় সাধারণত ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ব্লক, বাটিক, হস্তশিল্প, গৃহসজ্জা সামগ্রী, হস্তশিল্প পণ্য, নকশিকাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন ধরনের এসএমই পণ্য স্থান পায়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন