ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগি পালন করে সফল উদ্যোক্তা জয়

শখের বশে বাড়ির ছাদে বিদেশি মুরগি পালন করা শুরু করেন সুজন হাসান জয়। দেখতে দেখতে দুইটি মুরগি থেকে গড়ে তুলেছেন শতাধিক মুরগির খামার। বর্তমানে মুরগি পালন করেই মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করেন তিনি।

সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে সুজন। সে সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বল্প ব্যয় ও অধিক লাভজনক হওয়ায় শখ থেকে শুরু করলেও পরবর্তীতে জয় গুরুত্ব দিয়েছেন মুরগি পালনে।

সুজন হাসান জয় বলেন, শখের বশে চার বছর আগে বগুড়া থেকে দু’টি আমেরিকান সিল্কি মুরগি কিনে বাড়ির ছাদে পালন শুরু করি। দুইটি মুরগি থেকে ডিম ও বাচ্চা দিলে মুরগির সংখ্যা বাড়তে থাকে। এছাড়া বিভিন্ন স্থান থেকে অন্যজাতের বিদেশি মুরগি সংগ্রহ করতে থাকি।

এভাবেই ধীরে ধীরে বাড়ির ছাদে গড়ে তুলেছেন মুরগির খামার। বর্তমানে তার খামারে রয়েছে বিভিন্ন দেশের ৯ প্রজাতির শতাধিক মুরগি। প্রতি মাসে মুরগির খাবারসহ আনুসাঙ্গিক খরচ হয় গড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা। আর প্রতি মাসে আয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন