সরকার বেশ অনেক দিন যাবৎ এক অঙ্কের সুদ বাস্তবায়নে বেশ কঠোর অবস্থানে।কিন্তু ব্যাংকারদের শর্তের বেড়াজালে এখনো কার্যকর হয়নি এক অঙ্কের সুদ বাস্তবায়ন।
প্রায় দেড় বছর আগে আমানতের ৬ ও ঋণের সুদ ৯ শতাংশ ঘোষণা করা হয়েছিল। এ সুযোগ কাজে লাগিয়ে প্রায় ডজন খানেক সুবিধা আদায় করে নিয়েছিলেন ব্যাংক উদ্যোক্তা ও ব্যাংকাররা। কিন্তু এ ৬/৯ এখনো বাস্তবায়ন হয়নি।
কিন্তু ঋণের সুদ এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে ৬ শতাংশ আমানতের পুনরায় নিশ্চয়তা চেয়েছেন ব্যাংকাররা। একই সঙ্গে এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অর্থাৎ প্রজ্ঞাপন চেয়েছেন তারা।গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ব্যাংকাররা এ নিশ্চয়তা চেয়েছেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নতুন চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ প্রায় প্রতিটি ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি