ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহের কারণে আলুর ফলন নিয়ে অনিশ্চয়তা কুড়িগ্রামে

শৈত্যপ্রবাহের কারণে আলুর ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কুড়িগ্রামে। আলুর ভালো আবাদ হওয়া সত্বেও আবহাওয়ার কারণে দেখা দিয়েছে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।

শৈত্যপ্রবাহের প্রভাবে বৃদ্ধি পেতে পারে আলুর উৎপাদন খরচ এবং ক্ষেতে লাগতে পারে মড়ক। যেকারণে কমে যেতে পারে এবারের মৌসুমের আলুর ফলন। এদিকে ক্ষতি এড়াতে নিয়মিত পরিচর্যা, কীটনাশক ও হিমের ওষুধ প্রয়োগ করে আলু ক্ষেত ভালো রাখার চেষ্টা চালাচ্ছেন কৃষকেরা।

চলতি মৌসুমে কুড়িগ্রামে ৫ হাজার ৬৮৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর চাষ হয়েছে মাত্র ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে। এছাড়া এখনো আলু রোপণের কাজ অব্যাহত আছে অনেক জমিতে।

কুড়িগ্রাম সদর উপজেলার আলুচাষীরা জানান, দীর্ঘদিন ধরে শৈত্যপ্রবাহ থাকায় কৃষি বিভাগের পরামর্শ নিয়ে নিয়মিত হিমের ওষুধ এবং অন্যান্য ওষুধ স্প্রে করছেন। ফলে আলু আবাদের ব্যয় বেড়ে যাচ্ছে তাদের।

কুড়িগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন জানান, শীত ও কুয়াশায় যাতে আলু ক্ষেতে মড়ক না ধরে, সেজন্য কীটনাশক প্রয়োগের পাশাপাশি পরিচর্যা করার জন্য কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন