ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রে

বড়সড় বাজেট ঘাটতির কবলে পরেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের চেয়ে ১১.৮ শতাংশ বাজেট ঘাটতি বেড়েছে।  গত ৮ বছরের ইতিহাসে এটিই বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় তাদের মাসিক বাজেট রিপোর্টে এই তথ্য জানায়, যাতে বলা হয়েছে গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাজেট ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে ৩৫৬.৬ বিলিয়ন ডলার যা কিনা গত বছরের একই সময়ে ৩১৮.৯ বিলিয়ন ডলার ছিলো। কংগ্রেসের বাজেট বিষয়ক দপ্তরের ধারণা , চলতি ২০২০ অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে এক ট্রিলিয়নে এবং তা অব্যাহত থাকবে আগামি এক দশক পর্যন্ত।

চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে সরকারি ব্যয় এবং রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করলেও রাজস্ব আদায়ের চেয়ে সরকারি ব্যয় বেড়েছে দ্রুত গতিতে। ফলে তৈরি হয়েছে বাজেট ঘাটতির এই সংকট।

২০১৯ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ ছিলো ৯৮৪.৪ বিলিয়ন ডলার যা ২০১৮ অর্থবছরের তুলনায় শতকরা ২৬ শতাংশ বেশি।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন