ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাবারের নিম্নমান নিয়ে বেকায়দায় মাছচাষিরা

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় এ বছর মাছের উৎপাদন বেড়েছে। তবে মাছের খাবারের দাম বেশি হওয়ায় এবং খাবারের নিম্নমান নিয়ে বেকায়দায় জেলার মাছচাষিরা।

জেলার মাছচাষিদের অভিযোগ, ভেজাল খাবারে বাজার সয়লাব থাকলেও নেই কোনো প্রতিকার। এদিকে মৎস্য কর্মকর্তারা দাবি করছেন, মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে।

দেশের মোট মাছের ১১ ভাগ উৎপাদন হয় ময়মনসিংহে। অন্যদিকে পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় ৫০ ভাগই হয় এই জেলায়। গত অর্থবছরে  প্রায় সাড়ে চার লাখ টন মাছ উৎপাদন হয়েছে ময়মনসিংহ জেলায়।

মৎস্য কর্মকর্তারা জানান, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করার কারণে অনেক ক্ষেত্রে লোকসানের মুখে পড়েন মাছচাষিরা। নিয়মিত মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে তদারকি করা হয় বলেও জানান তিনি।

জেলার মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ জানায়, ময়মনসিংহে ৬ হাজার ৩৭১টি বাণিজ্যিক মাছের খামার রয়েছে। আর মাছচাষির সংখ্যা রয়েছে প্রায় সোয়া লাখের মত। নিম্নমানের খাবারটা যেন ব্যবহার না করতে পারে সেটা আমরা সব সময়ই বলে আসছি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন