ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তুষারধসে ভারত-পাকিস্তানে নিহত ৬৭

কাশ্মীর উপত্যকাসহ ভারত-পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তুষারধসে অন্তত ৬৭ জন মারা গেছেন। এই ঘটনায় আরও অনেকেই আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। সূত্র: রয়টার্স

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের ভারী বৃষ্টিপাতের কারণে তুষারধসের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলের অনেক গ্রামবাসী আটকা পড়েছেন। এছাড়াও তুষারধসে অনেকেই মারা গিয়েছে এবং আরও অনেক মানুষের খোঁজে পাওয়া যাচ্ছে না। তবে উদ্ধার অভিযান কাজ এখনও অব্যাহত রয়েছে।

পাকিস্তানের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, বেলুচিস্তান, পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিধস, তুষারধস ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়াও পাকিস্তান সীমান্তে ভারতের পাঁচজন সেনা সদস্যসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

এদিকে ভারতীয় ঘনমাধ্যম এনডিটিভি জানায়, গত ৪৮ ঘণ্টায় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা ও গ্যান্ডারবাল জেলায় তুষারধসে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন