ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

“দরবার”এর ৫ দিনে দেড়শো কোটি রুপি আয়!

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ছবি মানেই হল ব্লকবাস্টার হিট। ব্যতিক্রম ঘটেনি এবারেও।

মুক্তির শুরু থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘দরবার’। মুক্তির ৫ দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি।

এবিষয়ে চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালা জানান, সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয়ের দিক বিবেচনায় ‘দরবার’ এখন রয়েছে পঞ্চম অবস্থানে। এই অবস্থানে ‘দরবার’ ই একমাত্র হিন্দি সিনেমা বাকি সব হলিউড সিনেমা।

২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনে সারা বিশ্বে আয় করেছিল ৫১ কোটি রুপি। শুধুমাত্র ভারতেই ছবিটির আয় ছিল ৩২ কোটি রুপি। এছাড়া তামিলনাড়ু ও তেলেগু রাজ্যেও ‘থালাইভা’ এর ‘দরবার’ আয় করেছে ভালো পরিমাণে।

‘দরবার’ ছবিতে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২৫ বছর পর পুলিশের চরিত্রে ফিরলেন সুপারস্টার। ছবিটির প্রযোজনায় ছিল লাইকা প্রোডাকশন এবং পরিচালনায় বিখ্যাত সিনেমা নির্মাতা এ আর মুরুগাদস। এ আর মুরুগাদসের সঙ্গে রজনীকান্তের এটাই প্রথম সিনেমা।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন